লকডাউনে শ্রমিক সঙ্কটে পাকাধান গোলায় তুলতে পারছেন না কৃষক। এর ওপর চলতি বোরো মওসুমে বিআর-২৮ ধানের চাষ করে কক্সবাজারে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের যখাযথ তদারকি না থাকা ও আবাহাওয়ার সাথে...
আবহাওয়া অনুক‚ল হলেও করোনা পরিস্থিতির কারণে দেশের লবণ খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেকটা বেকার সময় কাটাচ্ছেন ৪৪ হাজার লবণ চাষি। উৎপাদিত লবণের দামও নেই। খোলা মাঠে পড়ে আছে রক্ত-ঘামে মিশ্রিত সাদা সোনা’ নামের লাখ লাখ মেট্রিক টন লবণ...